রোহিঙ্গা ক্যাম্পে বন্দুক-গুলিসহ আরএসওর ৩ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

কক্সবাজারের টেকনাফে বন্দুক-গুলিসহ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) তিন সদস্য গ্রেফতার হয়েছেন। এ সময় তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বন্দুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়।

সোমবার (৯ অক্টোবর) ভোরে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা সি/৫ ব্লকের পাহাড়ি সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী।

গ্রেফতাররা হলেন- টেকনাফের উনচিপ্রাং ক্যাম্প-২২ ব্লক-সি/৫ এর মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭), একই ক্যাম্পের ব্লক,সি/২ এর আব্দুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮) ও ব্লক,বি/৪ এর তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৭)।

১৬-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী বলেন, খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ের ঢালে অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা আরএসও সদস্য বলে স্বীকার করেছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।

অধিনায়ক আরও বলেন, গ্রেফতারদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।