১৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ১৪ বছর পর আসামি খালাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:০১ এএম, ১০ অক্টোবর ২০২৩

১৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ফেনীতে সাড়ে ১৪ বছর পর মো. ফজল মিয়া (৪৪) নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ কেশব রায় চৌধুরী এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, এ মামলার ১১ জন সাক্ষীর মধ্যে শুধু জব্দ তালিকার সাক্ষী টিএসআই বাহারুল আলম সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘদিন সাক্ষী হাজির না হওয়ায় সোমবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ফজল মিয়াকে খালাস প্রদান করেন।

আদালত সূত্র আরও জানায়, ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি বিকেলে শান্তি কোম্পানি রোডের মাথায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও মো. সালেহ আহাম্মদ। এসময় মেসার্স তানভীর এন্টারপ্রাইজের সামনে ২ যাত্রীসহ (ফেনী থ-১১-২২৫৭) একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করেন। সেখান থেকে মো. ফজল মিয়াকে পুলিশ গ্রেফতার করে। সিএনজি তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম ফেনী মডেল থানায় বাদী হয়ে মো. ফজল মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা ২০০৯ সালে ২৯ মার্চ আদালতে চার্জশিট প্রদান করেন। আদালত চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। ১৪ বছরে এই মামলায় কেবল একজন সাক্ষ্য প্রদান করে।

ফেনী আদালতের এপিপি দ্বিজন্দ্র কুমার কংশ বণিক জানান, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে না পারায় ও সাক্ষী হাজির না হওয়ার কারণে আসামিকে খালাস প্রদান করেছেন আদাল।

আবদুল্লাহ আল-মামুন/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।