রাঙ্গামাটিতে কাঠবোঝাই গাড়িতে গুলি, চালক গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১১:৩৫ এএম, ১০ অক্টোবর ২০২৩

রাঙ্গামাটির দেপ্পোছড়িতে কাঠবোঝাই একটি ট্রাক লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে চালক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার দেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

jagonews24

স্থানীয় সূত্রে জানা যায়, কাঠবোঝাই ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-০৭৯৯) লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এসময় গাড়ির চালকের পায়ে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর বলেন, দীন ইসলাম নামের এক কাঠ ব্যবসায়ীর গাড়ি ছিল এটি। রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় এ গুলির ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না।

jagonews24

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, ট্রাকের চাকায় ও চালকের পায়ে গুলি লেগেছে। চালক বর্তমানে রাঙ্গামাটি হাসপাতালে চিকিৎসাধীন।

সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।