মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১০ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে ২৭ হাজার ও মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারে সংস্থাটি অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জামিরতা বাজারের মা ভবানী মেডিকেল হলকে ১০ হাজার, ইমন ফার্মেসিকে দুই হাজার ও রাব্বি ড্রাগ হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় স্বর্ণা সুইটসকে এক হাজার, সাথী সুইটসকে এক হাজার ও মা মিষ্টান্ন ভাণ্ডারকে পঁচা জিলাপি বিক্রির দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ১০ কেজি পঁচা জিলাপি ধ্বংস করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

তিনি আরও বলেন, ফার্মেসিগুলো ২০১৪ সাল থেকে ২০২৩ সালে মেয়াদ শেষ হয়েছে এমন বিভিন্ন ঔষধ, বাচ্চাদের স্যালাইন, ইনসুলিন ও বিভিন্ন অয়েন্টমেন্ট ওষুধের সঙ্গে ও ফ্রিজে বিক্রির জন্য সংরক্ষণ করছিল। এ অভিযানে শাহজাদপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এম এ মালেক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।