এবারও আশাবাদী প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন: হাবিবুন নাহার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১০ অক্টোবর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাগেরহাটের মোংলা-রামপাল উপজেলায় (বাগেরহাট-৩) অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। সরকারের সেসব উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতেই মঙ্গলবার (১০ অক্টোবর) মোংলা পৌরশহরে সমাবেশ হয়েছে।

সরকারের চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোংলা-রামপালে চতুর্থবারের মতো হাবিবুন নাহারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন। অন্যথায় এখানে নতুন কাউকে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হবেন। এরই মধ্যে স্থানীয় একটি চক্র দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের পাঁয়তারা চালাচ্ছেন বলেও সমাবেশে অভিযোগ করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউনিয়ন চেয়ারম্যান নাজরিনা বেগম, সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন, আওয়ামী নেত্রী সরবরিয়া খানম দরিয়া, আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেন, যুবলীগ নেতা মো. আহাদুল শেখ, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।

এ উন্নয়ন সমাবেশে পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন পৌরসভার সামনে। তাদের হাতে শোভা পাচ্ছিল মোংলা-রামপালের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ছবি সম্বলিত প্ল্যা-কার্ড।

মনোনয়নের বিষয়ে বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, সাধারণ জনগণের প্রত্যেকে জানেন আমি কী ধরনের মানুষ। দলের গুটি কয়েকজন যারা আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তারাও কেমন মানুষ জানেন। আমি তাদের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। সুতরাং কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা জনগণ অনুধাবন করতে পারবেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে যেসব কাজ করেছি এবং বর্তমানে যা করে যাচ্ছি তাতে আমি কোনো ধরনের অসদুপায় অবলম্বন করিনি। এটাই আমার কাছে সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি এবং আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ।

১৯৯১ সাল থেকে তালুকদার আব্দুল খালেক তিন বার মোংলা-রামপালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে একবার তিনি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এরপর তিনি তিনবারের খুলনা সিটি মেয়র। আর তার অবর্তমানে এ আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারই সহধর্মিণী হাবিবুন নাহার। হাবিবুন নাহারও তৃতীয় বারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হন।

আবু হোসাইন সুমন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।