মসজিদের দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেলো চোর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১১ অক্টোবর ২০২৩

পাবনার ঈশ্বরদীর নতুন রূপপুর জামে মসজিদ ও চররূপপুর জিগাতলা উত্তরপাড়া জামে মসজিদের তালা ভেঙে দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৯ অক্টোবর) ও মঙ্গলবার (১০ অক্টোবর) পরপর দুদিন এ চুরির ঘটনা ঘটেছে। তবে চোর দান বাক্সের টাকা ছাড়া অন্য কোনো কিছুই চুরি করেননি।

নতুন রূপপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার দিনগত রাতে মসজিদের তালা ভেঙে চোর ভেতরে ঢুকে দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। এছাড়াও মসজিদের বাইরের দান বাক্স ভেঙেও টাকা নিয়ে গেছে। এছাড়া মাদরাসা ও গোরস্তানের তালা ভাঙলেও সেখান থেকে কোনো কিছু চুরি করেনি।

jagonews24

আরও পড়ুন: ‘চুরি করতে এসেছিলাম কিন্তু সত্যি আমি চোর না’ রক্তমাখা চিঠিতে চোর

চররূপপুর জিগাতলা উত্তরপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক স্বপন আলী বলেন, সোমবার (৯ অক্টোবর) রাতে চোর মসজিদের জানালা ভেঙে ভেতরে ঢুকে চারটি দান বাক্স থেকে টাকা চুরি করেছে। দান বাক্সে কত টাকা ছিল তা বলতে পারছি না। তাছাড়া চোর মসজিদের আলমারির তালা ভেঙে ফেলে গেছে। তারা দান বাক্সের টাকা ছাড়া অন্যকোনো কিছু নেয়নি।

ঈশ্বরদীর রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক্রান্তি কুমার মদক বলেন, মসজিদের চুরির ঘটনা জানার পর প্রাথমিক তদন্ত করেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মহসীন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।