অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদন, ৪ কারখানা মালিকের জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১১ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চারটি কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় চার লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১১ অক্টোবর) দিনভর সিদ্ধিরগঞ্জের পাইনাদী, বাতানপাড়া ও কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার‍্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

আরও পড়ুন: কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি, কারখানা মালিকের জরিমানা 

মো. সেলিমুজ্জামান জানান, অভিযানে প্রয়োজনীয় ল্যাব ও টেকনিশিয়ান ছাড়া অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে বাতেনপাড়ায় মেসার্স আলমগীর কেমিক্যালকে ৫০ হাজার টাকা, হাসান কেমিক্যালকে ৫০ হাজার টাকা, মিজমিজি কান্দাপাড়া এলাকায় পারফেক্ট কেমিক্যাল কোম্পানিকে এক লাখ টাকা এবং মারুফ এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এসময় বিপুল পরিমাণ অবৈধ ও নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।   

এসময় র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী ও ক্যাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাশেদুল ইসলান রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।