কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি, কারখানা মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৭ জুন ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি অভিযোগে একটি কারখানা মালিকের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ জুন) শহরের শিমরাইলকান্দি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

jagonews24

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, শিমরাইলকান্দির জেসি সুপার আইসক্রিম কারখানয় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় এখানে কাপড় তৈরির রং আইসক্রিমে ব্যবহার করা হচ্ছে। এছাড়া কারখানা বেশ অস্বাস্থ্যকর। প্রতিষ্ঠানটির আইসক্রিম তৈরির কর্মীদের কোনো ফিটনেস সার্টিফিকেট নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।