জাতীয় পতাকা অবমাননার দায়ে ৮ জনের জরিমানা
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পতাকা অবমাননার দায়ে ৮ ব্যক্তিকে ১৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ এর আওতায় কালীগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলা শহরের বাজার এলাকায় জাতীয় পতাকার সঠিক মাপ না থাকা, নোংরা পরিবেশে পতাকা টানানো, পতাকা কুচকে রাখাসহ জাতীয় পতাকা অবমাননার দায়ে আট প্রতিষ্ঠানের আটজন মালিককে জরিমানা করা হয়। প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
এআরএ/এবিএস