গাঁজাসহ আটক ৩ মাদকসেবীর জেল-জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০৪ এএম, ১২ অক্টোবর ২০২৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে গাঁজাসহ আটকের পর তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ অক্টোবর) বারগাঁও ইউনিয়নের রশিদ মিয়ার নতুন বাড়ি থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া।

এরমধ্যে ৩০ গ্রাম গাঁজাসহ আটক বাবুল মিয়া (৪৮), মো. মানিককে (৪০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা এবং ২০ গ্রাম গাঁজাসহ আটক রমযান আলী রুবেলকে (৩২) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে পালালেন দোকানিরা

দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া বারগাঁও ইউনিয়নের রশিদ মিয়ার নতুন বাড়ির মৃত কবির উদ্দিনের ছেলে। মো. মানিক নাটেশ্বর ইউনিয়নের নজর গ্রামের কোব্বাত মিয়ার ছেলে ও রমযান আলী রুবেল দেওটি ইউনিয়নের নবগ্রামের মিলন মিয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়। দণ্ড প্রদানের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।