রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক উল্লাপাড়ার ফয়জুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:২৫ এএম, ১২ অক্টোবর ২০২৩

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফয়জুল আরাফাত। তিনি উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সন্তান।

বুধবার (১১ অক্টোবর) রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির ও প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক সানাউল্লাহের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ফয়জুল আরাফাত ২০০১ সালের ২৯ মার্চ মাসে চাকরিতে যোগ দেন। তিনি একাধারে সংগীত, আবৃতি ও ক্রীড়া বিষয়ে অভিজ্ঞ একজন শিক্ষক। এছাড়া তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

আরও পড়ুন: শ্রেণিকক্ষের পাশে বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১২

মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ফয়জুল আরাফাত দেশ ও জাতির গর্ব আমার বিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক। বিদ্যালয়ের সব কাজে তার আগ্রহ, উদ্দীপনা ও দায়িত্ববোধ যে কাউকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুবই প্রিয়। প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটি-২০২৩ রাজশাহীকে ধন্যবাদ জানাই দক্ষ, মেধাবী ও আধুনিক শিক্ষককে নির্বাচিত করার জন্য।

উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, আমাদের প্রিয় সহকর্মী ফয়জুল আরাফাত রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।

এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জাগো নিউজকে বলেন, জেলা পর্যায়ে চরম প্রতিযোগিতা করে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠস্থান পাওয়ায় অভিনন্দন জানাই শিক্ষক ফয়জুল আরাফাতকে। তিনি কেন্দ্রীয় পর্যায়েও শ্রেষ্ঠ হবেন বলে প্রত্যাশা করি।

এম এ মালেক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।