গোপনাঙ্গ হারিয়ে হাসপাতালে যুবক, দেড়মাস পর স্ত্রী-শাশুড়ি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১২ অক্টোবর ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে যুবকের গোপনাঙ্গ কাটার ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে দুজনকেই মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জোনাকী বেগম ও তার সহযোগীরা জুসের (কোমল পানিয়) সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বামী হাবিব মিয়াকে সেবন করতে দেন। জুস পান করার পর তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়। হাবিব মিয়া যন্ত্রণায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

থানার পরিদর্শক আতিকুর আরও জানান, হাবিব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের রাষ্ট্র মিয়ার ছেলে। মাধবপুরের নজরপুর গ্রামের জোনাকী বেগমকে দ্বিতীয় বিয়ে করেন হাবিব। কিছু দিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ওই ঘটনা ঘটিয়েছেন জোনাকী। হাবিবের বাবা রাষ্ট্র মিয়া বাদী হয়ে জোনাকী ও তার মাসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে জোনাকী ও তার মা বকুল বেগম আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।