মশার কয়েল থেকে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ছাই বদিউজ্জামান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১২ অক্টোবর ২০২৩

বগুড়ার শেরপুরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে বদিউজ্জামান বদি (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেইসঙ্গে বসতবাড়িটিও আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বদিউজ্জামান বদি ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, অন্যান্য দিনের মতো বুধবার (১১ অক্টোবর) রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন বদিউজ্জামান বদি। পরিবারের অন্য সদস্যরা পাশের আরেকটি কক্ষে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ভোরে বদিউজ্জামানের ওই কক্ষটি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে থাকে। ঘুম থেকে জেগে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

এ সময় আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘুমিয়ে থাকা বদিউজ্জামান বদি অগ্নিদগ্ধ হয়ে মারা যান বলে ওই ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান।

অপর এক প্রশ্নের জবাবে কর্মকর্তা নাদের হোসেন বলেন, শয়নকক্ষে মশা নিধনের জন্য লাগানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া অগ্নিকাণ্ডে বসতবাড়ি টিন, চালা ও সেখানে থাকা মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আড়াই থেকে তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ওই ব্যক্তি ঘরের মধ্যে একাই ছিলেন। অন্যরা পাশের ঘরে ছিলেন। তাই তিনি ছাড়া বাকিরা কেউ হতাহত হননি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।