নারায়ণগঞ্জ

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৩ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশে ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর জেলা ও মহানগর হেফাজত ইসলামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শহরের ডিআইটি মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশের পর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি চাষাড়া এলাকায় গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসুল্লিদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে মিছিল হয়।

jagonews24

আরও পড়ুন: বগুড়ায় ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ 

মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল, অনৈসলামি কার্যক্রম প্রতিরোধ কমিটির আমির আতিকুর রহমান নান্নু মুন্সি, জেলা হেফাজত ইসলামীর সহ-সভাপতি মুফতি বশিরুল্লাহ, মহানগর হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান, মাওলানা কামাল উদ্দিন দায়েমি ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর আহমাদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।