বগুড়ায় ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৩ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর শহরের প্রধান সড়কে মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এর আগে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির আলমগীর হোসেন, কাহালু উপজেলা চেয়ারম্যান ও জামায়াত ইসলামী নেতা অধ্যক্ষ তায়েব আলী ও আব্দুল হাকিম বক্তব্য দেন।

আরও পড়ুন: ফিলিস্তিনের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ 

jagonews24

জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির আলমগীর হোসেন বলেন, ফিলিস্তিনের মানুষের ওপরে দখলদার ইসরায়েলী বাহিনী নগ্নভাবে হামালা চালিয়ে যাচ্ছেন। নারী-শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। অথচ বিশ্ব মানবতার কথিত ফেরিওয়ালারা দেশপ্রেমিক হামাসকে জঙ্গি আখ্যা দিতে ব্যস্ত। বিশ্ব মুসলিম নেতারা এক হয়ে এ দখলদারদের উপযুক্ত জবাব দেবে। বগুড়ার মানুষ ও ওলামা মাশায়েখ সর্বদা হকের পক্ষে ও বাতিলের বিরুদ্ধে লড়াই করে। পরে মিছিলটি বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ থেকে শুরু করে শহরের সদর থানা মোড় ঘুরে আবার সমাবেশ স্থলে ফিরে আসে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ে মিছিল হয়নি। সাধারণ মুসল্লিরা মিছিল করেছেন। এ জন্য তাদের নিরাপত্তায় ও যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ নিয়োজিত ছিল।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।