ছেলের সামনেই নদে ডুবে মারা গেলেন বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:১০ পিএম, ১৩ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মনির হাওলাদার (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে কুমার নদে এ ঘটনা ঘটে।

মনির হাওলাদার উপজেলার চন্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের সানো হাওলাদারের ছেলে। তিনি ঘারুয়া গ্রামের স্বপন শিকদারের জামাই। তার সাত বছরের ছেলে ও পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশুপুত্রকে নিয়ে নদীর ঘাটে গোসল করতে যান মনির হাওলাদার। গোসলের একপর্যায়ে ডুবে যান। ছেলেটি তখন দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে শ্বশুরবাড়ির লোকজন উদ্ধারের জন্য ঘাটে এসে মনিরকে পাননি। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘাট থেকে প্রায় দেড়শ গজ দূরে ঘারুয়া ব্রিজের নিচে জঙ্গলের ভেতর থেকে মনিরের মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।

আরও পড়ুন>> পুকুরে ডুবে মারা গেলো আড়াই বছরের শিশু

তবে নিহত মনির হাওলাদার সাঁতার জানতেন কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ বিষয়ে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান শেখ বলেন, ছোট ছেলেকে নিয়ে নদীতে গোসলে নেমে তিনি ডুবে যান। খোঁজাখুঁজির কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর আহাম্মেদ বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা। ছোট ছেলের সামনে পানিতে ডুবে মারা যান মনির হাওলাদার।

এন কে বি নয়ন/এসআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।