উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: ডেপুটি স্পিকার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে পাবনার ঈশ্বরদীতে গ্রিনসিটি মর্ডান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ২০৪১ সালের বাংলাদেশ হবে ধূমপান, মাদকমুক্ত, সুস্থ মানব সম্পদ উন্নত সমৃদ্ধ দেশ। বঙ্গবন্ধুর দেখানো স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। দলমত নির্বিশেষে সবাই এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে হবে।

tuku-(2).jpg

আরও পড়ুন: উন্নয়ন চাইলে নৌকায় থাকতে হবে: ডেপুটি স্পিকার

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মো. ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, মর্ডান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের প্রজেক্ট ডিরেক্টর শহীদ আতাহার আলী খান, ঈশ্বরদী গ্রিনসিটি মর্ডান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

শেখ মহসীন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।