৯ নভেম্বর মোংলা-খুলনা রেলপথ উদ্বোধন: রেলমন্ত্রী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে মোংলা-খুলনা রেলপথ। ৯ নভেম্বর প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এ রেলপথ নির্মাণ করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে পরিদর্শন শেষে মোংলা বন্দর রেল স্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, রেল যোগাযোগ স্থাপনের ফলে এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান এ রেলপথ দিয়ে সহজে বন্দর ব্যবহার করতে পারবে।

MONG-(1).jpg

আরও পড়ুন: এই রেলপথে ঢাকার সঙ্গে যোগাযোগের সময় ও খরচ কমবে: রেলমন্ত্রী

তিনি বলেন, ২-৩টি ব্রিজে ক্রুটি দেখা দিয়েছিল। সেগুলো ইতোমধ্যে ক্রুটিমুক্ত করা হয়েছে। পুরো রেলপথ ক্রুটিমুক্ত করেই উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০১৬ সালের সেপ্টেম্বরে মোংলা-খুলনা রেল লাইন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালের ডিসেম্বরে এ প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। কিন্তু করোনাসহ নানা কারণে কাজ শেষ না হওয়ায় ২০২৩ সালের জুলাই পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। পরে আরও তিন মাসের সময় বৃদ্ধি করা হয়।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।