মোবাইল ছিনতাইয়ের পর ট্রেন থেকে তরুণকে ধাক্কা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০২:০৭ এএম, ১৫ অক্টোবর ২০২৩
ভুক্তভোগী তরুণ মোস্তাকিন

ভৈরবে চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাইয়ের পর এক তরুণকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোস্তাকিন (২১) ময়মনসিংহের আটারবাড়ি এলাকার বাসিন্দা।

তিনি জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ভৈরবে আসছিলেন। তিনি দরজার পাশে দাঁড়িয়েছিলেন। রাত ৮টার দিকে ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ করে দুজন লোক জোর করে তার মোবাইল ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর তারা স্টেশনে নেমে দৌড়ে পালিয়ে যান।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর স্টেশনে কর্তব্যরত পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া দেন। তবে তারা দৌড়ে পালিয়ে যান।

রাজীবুল হাসান/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।