নাটোরে চুরি করা মোবাইলসহ গ্রেফতার ২ যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের প্রধান মো. হৃদয় খাঁসহ (২৪) দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৫ অক্টোবর) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- উপজেলার খাগড়বাড়িয়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. হৃদয় খাঁ (২৪) এবং একই এলাকার মৃত তারা খাঁর ছেলে মো. রানা (২২)।

আরও পড়ুন: ইলিশ ধরায় বরিশালে ৩১ জেলের কারাদণ্ড

নাটোর র‌্যাব-৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে নাটোরের সিংড়া উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোর চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল, একটি সিম কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জব্দ করা মোবাইল ফোন নাটোরের বিভিন্ন এলাকার অজ্ঞাত চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করেছিল। এসব মোবাইল বিক্রির উদ্দেশ্যে তারা নিজের কাছে রেখেছেন। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা করা হয়েছে।

রেজাউল করিম রেজা/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।