ফরিদপুরে ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে।

একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৮০ জন।

মারা যাওয়া তিনজন হলেন জেলার নগরকান্দা উপজেলার বনগ্রাম এলাকার জাফর মুন্সির স্ত্রী হাসিনা বেগম (৫০), মধুখালী উপজেলার চরবাগাট গ্রামের মো. আরশাদের স্ত্রী হালিমা বেগম (৬০) ও ফরিদপুর শহরের খাবাসপুরের বাসিন্দা নাওবাহার (৬০)।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হালিমা বেগম ও হাসিনা বেগম নামের দুই নারী ও ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক নারী মারা যান।

সিভিল সার্জন আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৮৫ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়ার বাসিন্দা। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৯২ জন। এরমধ্যে ১৫ হাজার ৫২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।