নোয়াখালীতে জামায়াতের ৪০ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াতের ৪০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) বিকেলে বিশেষ ক্ষমতা আইনে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৪ অক্টোবর) রাতে একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ স্থানীয় ৪০ নেতাকর্মী রয়েছেন।

আরও পড়ুন: মসজিদ থেকে জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার 

নোয়াখালী জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার বলেন, নির্বাচন উপলক্ষে একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় অনুষ্ঠিত সভা থেকে ৪০ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে জামায়াতের ১৫-২০ জন নেতাকর্মী থাকলেও বাকিরা সাধারণ মানুষ। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

jagonews24

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জাগো নিউজকে বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আদালতের পরিদর্শক মো. শাহ আলম জাগো নিউজকে বলেন, আসামিদের নোয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনিয়া আক্তারের আদালতে তোলা হলে তিনি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।