নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বুলবুল সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

হৃদয় হোসেন নওগাঁ সদর উপজেলার চকরামচন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের হারুন অর রশীদের ছেলে।

আরও পড়ুন: ভৈরবে বিদ্যুৎপৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু 

পুলিশ ও স্থানীয়রা জানায়, হৃদয় হোসেন সকালে বুলবুল সিনেমা হল এলাকায় সুরুজ আলমের বিল্ডিংয়ের একটি চাইনিজ রেস্টুরেন্টে রঙের কাজ করছিলেন। দুপুরের কাজের ফাঁকে তিনি দোতলার ছাদে যার। ছাদের ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সুমন আলী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।