ছিনতাই করার সময় দুই রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

ফেনীর ফুলগাজীতে ছিনতাই করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন আবদুল আমিন ও মনির উল্লাহ নামের দুই রোহিঙ্গা যুবক।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার আমজাদ হাট ইউনিয়নে মোবাইলফোন ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়।

তারা হলেন উখিয়া কুতুপালং ফোর স্টেশনের এফ ব্লকের ২৩৮ নম্বর বাসার করিম উল্লাহর ছেলে আবদুল আমিন (২৮) ও টেকনাফ নয়াপাড়া মাছুনী ক্যাম্পের এস ফোর বাসার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মনির উল্লাহ (২৮)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর অপরিচিত দুই যুবককে হাটবাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। কথাবার্তা শুনে সন্দেহ হলে স্থানীয়রা তাদের গতিবিধি নজরে রাখেন। একপর্যায়ে মোবাইলফোন ছিনতাইয়ের চেষ্টা করলে দুজনকেই আটক করেন স্থানীয়রা।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক দুই যুবক সপ্তাহখানেক আগে কাজের সন্ধানে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ফুলগাজী এলাকায় আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।