খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:০৩ এএম, ১৬ অক্টোবর ২০২৩

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মো. মাসুদ রানা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা গাজীপুরের তোহালতপুর এলাকার আলফাস সরকারের ছেলে। তিনি পেশায় ঠিকাদার বলে জানা গেছে।

পুলিশ ও আহত যাত্রীরা জানান, সন্ধ্যা ৭টার সময় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টর পর পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মাসুদ রানা নামে একজন নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ছয়জনকে মাটিরাঙ্গা ও আটজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। গুরুতর আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুজিবুর রহমান ভূঁইয়া/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।