বান্দরবানে ৩২ মণ্ডপে হবে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৩

সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। এবার জেলার সাতটি উপজেলার ৩২টি মণ্ডপে কঠোর নিরাপত্তায় উদযাপন করা হবে দুর্গাপূজা।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস দাস বলেন, দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজা মণ্ডপ তৈরি করা হয় বান্দরবান শহরের রাজার মাঠে। মহাদেব শিবের তপস্যার স্থান কৈলাস পর্বতের অনুসরণে এবার ৪০ লাখ টাকা ব্যয়ে পূজামণ্ডপ সাজানো হচ্ছে।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবছর বান্দরবান জেলায় ৩২টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব, এর মধ্যে বান্দরবান সদরে ১১টি, লামা উপজেলায় আটটি, আলীকদম উপজেলায় ছয়টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিনটি, রুমা উপজেলায় একটি, রোয়াংছড়ি উপজেলায় একটি এবং থানচি উপজেলার দুটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

jagonews24

আরও পড়ুন: এক মণ্ডপে ২০১ প্রতিমায় দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন দাস বলেন, ২০২১ সালে জেলার লামায় দুর্গা পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে আশা করি এবার কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। প্রশাসন যথাযথ নিরাপত্তা নিশ্চিত করবে।

এদিকে প্রস্তুতির শেষ মুহূর্তে দুর্গা প্রতিমাগুলোকে রাঙাতে শিল্পীরা ছুটে যাচ্ছেন এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে। বান্দরবানের প্রতিটি পূজা মণ্ডপেই এখন চলছে শেষ সময়ের ব্যস্ততা। চলছে সাজানো-গোছানোর কাজও। প্রতিবারের মতো ব্যাপক আয়োজনে এবার বান্দরবানের উপজেলাগুলোতে দুর্গাপূজা উদযাপন করা হবে।

এই বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ উপস্থিত থাকার পাশাপাশি সাদা পোশাকে জেলা গোয়েন্দা পুলিশ ও ভ্রাম্যমাণ পুলিশের দল টহলে থাকবে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে তিনস্তরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং দশমীর দিনে প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করা পর্যন্ত পুলিশ সদস্যরা দায়িত্বে থাকবে।

নয়ন চক্রবর্তী/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।