নারায়ণগঞ্জে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৩

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির দায়ে নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকার আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো, সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যে সাগরে মাছ ধরায় ৫ জেলেকে জরিমানা

মো. সেলিমুজ্জামান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় শহরের কালির বাজারে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আক্তার, ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও মার্কেটিং কর্মকর্তার প্রতিনিধি সুমন খান।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।