শ্রেণিকক্ষে ফেসবুকিং, ৩৫ শিক্ষার্থীর স্মার্টফোন জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৩

নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজে শ্রেণিকক্ষে অমনোযোগী থাকায় ৩৫ শিক্ষার্থীর স্মার্টফোন জব্দ করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ অক্টোবর) একাদশ শ্রেণির তিন শাখাতেই এ অভিযান চালানো হয়।

কলেজ সূত্র জানায়, কলেজের শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহার আগে থেকে নিষিদ্ধ ছিল। যা ভর্তির প্রসপেক্টাসেও উল্লেখ রয়েছে। কিন্তু একাদশ শ্রেণির মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থীরা আদেশ অমান্য করে ক্লাসের সময় স্মার্টফোনে ফেসবুকে ব্যস্ত থাকে। পরে সোমবার কর্তৃপক্ষ ওই তিন শাখায় অভিযান চালিয়ে ৩৫টি স্মার্টফোন জব্দ করে।

কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান আজাদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, স্মার্টফোনের কুফল সম্পর্কে বারবার বলার পরও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে ওঠেনি। এজন্য অমনোযোগী ৩৫ শিক্ষার্থীর ফোন জব্দ করা হয়েছে। পরে তাদের নরমাল (বাটন) মোবাইল ব্যবহার করার শর্তে স্মার্টফোনগুলো ফেরত দেওয়া হয়।

বসুরহাট সরকারি মুজিব কলেজে একাদশ শ্রেণির তিন শাখায় এক হাজার ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠা করা হয়।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।