কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ-শপথগ্রহণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৭ অক্টোবর ২০২৩

নাটোরের বাগাতিপাড়া কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অব স্কুল ফর মিলিটারি এডুকেশনের ইঞ্জিনিয়ারিং রিক্রুট ব্যাচ ২০২৩ এর শপথগ্রহণ ও ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বাগাতিপাড়া কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ইফতেখার আনিস।

jagonews24

রিক্রুটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশে সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় কাজ করতে হবে। দেশ গঠনে নবীন সৈনিকদের দায়িত্ব পালন করতে হবে।

এসময় কুচকাওয়াজ প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন মেজর মো. রাইহানুজ্জামান। পরে ৯৪৫ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইঞ্জিনিয়ার্স এবং কোর অব মিলিটারি পুলিশে সৈনিক হিসেবে যোগদান করেন।

কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সেন্টার অব স্কুল ফর মিলিটারি এডুকেশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুজ্জামান ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আইনুল হক।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।