ঝালকাঠিতে রাষ্ট্রধর্ম নিয়ে সমাবেশ
ঝালকাঠি জেলা "ইসলামী আন্দোলন বাংলাদেশ" এর আয়োজনে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বহাল রাখার দাবিতে মানবন্ধনে পুলিশ বাধা দেয়ায় মসজিদের সামনে সমাবেশ করেছে সংগঠনটি। রোববার দুপুর ১ টায় শহরের ফকিরবাড়ি রোডস্থ জেলা কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
মানববন্ধনের সংবাদ পেয়ে সদর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) হালিম তালুকদার ঘটনাস্থলে গিয়ে ব্যানার নিয়ে যায়। পরে নেতাকর্মীরা কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে সমাবেশ ও দোয়া-মোনাজাত করেছেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, সদর উপজেলা সভাপতি মাওলানা মোক্তার আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম, পৌর সভাপতি মো. হাবিবুর রহমান, নলছিটি উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম, রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা ছাত্র আন্দোলন সভাপতি মো. ইয়াকুব হোসাইন।
আতিকুর রহমান/এফএ/এমএস