নারায়ণগঞ্জে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক
নারায়ণগঞ্জ বন্দর থেকে ফরহাদ হোসেন শুভ নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, হেলমেট, ওয়াকিটকি ও খেলনার একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বন্দরের লক্ষখোলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। ফরহাদ হোসেন শুভ গোপালগঞ্জের মোকশেদপুর থানার কওনিয়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইনে মেসবয় হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন: থানা ভবন থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
পুলিশ সূত্রে জানা যায়, রাজারবাগ পুলিশ লাইনের মেসবয় ফরহাদ হোসেন শুভ বিভিন্ন সময়ে পুলিশ কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সম্পর্ক গড়ে তুলতেন। একই সঙ্গে পুলিশ পরিচয়ে অনেককে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন। এমনকি বিভিন্ন সময় মানুষের কাছ থেকে সুবিধাও গ্রহণ করতো। পরে লক্ষনখোলা এলাকাবাসী সন্দেহ হলে তারা বিষয়টি বন্দর ফাঁড়ি পুলিশকে জানায়।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ির ইন্সপেক্টর রেজাউল করিম বলেন, পুলিশ পরিচয়দানকারী ফরহাদ হোসেন শুভ নামে এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে খেলনার পিস্তলসহ ইউনিফর্ম, হেলমেট, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
মোবাশ্বির শ্রাবণ/জেএস/এএসএম