নিখোঁজের ১১দিন পর সন্ধান মিলেছে স্কুলছাত্র তুষারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৮ অক্টোবর ২০২৩

নিখোঁজের ১১ দিন পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাশেদুল ইসলাম তুষারের (১৬) সন্ধান পাওয়া গেছে। সে উপজেলার গোমতি মুসলিম মেম্বার পাড়ার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তুষারের খালা মাজেদা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্বাচনী পরীক্ষায় নকলের অভিযোগে তুষারের খাতা কেড়ে নেন গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। পরে সে ক্ষমা চাইলেও ওই শিক্ষক তার খাতা ফেরত দেননি। এ ঘটনায় সে আর পরীক্ষা না দিয়ে শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় লজ্জায় বাড়ি থেকে বের হয়ে হয়ে গেছে তুষার। এরপরই তুষার মিরসরাই উপজেলার বারইয়ারহাটের একটি হোটেলে কাজ শুরু করে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ৪ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র তুষার

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সেখানকার এক দোকানির মোবাইল থেকে তার বড় বোনের মোবাইলে ফোন করে তুষার। পরে ওই ব্যক্তির ফোনের সূত্র ধরে তাকে বারইয়ারহাট থেকে উদ্ধার করে স্বজনরা।

এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি তুষার। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার (৮ অক্টোবর) মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।