ফেনীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:১২ এএম, ১৮ অক্টোবর ২০২৩

ফেনীর ছাগলনাইয়ায় এক হাজার ১৫ পিস ইয়াবাসহ ফরমিলা বেগম (৩৫) ও মো. তৈয়ব (৪৫) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ফরমিলা বেগম ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ আধার মানিক গ্রামের দুলাল সওদাগর বাড়ির সাহেদ হোসেনের স্ত্রী এবং আবু তৈয়ব কক্সবাজারের টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা এলাকার সুলতান আহাম্মদের ছেলে।

আরও পড়ুন: সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে কারাগারে যুবক

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ছাগলনাইয়া মডেল থানা পুলিশের একটি দল। এ সময় দক্ষিণ আধার মানিক গ্রামের সওদাগর বাড়ি থেকে ১০১৫ পিস ইয়াবাসহ ফরমিলা বেগম ও তৈয়বকে গ্রেফতার করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, এরই মধ্যে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।