বেনাপোলে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৮ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

যশোরের বেনাপোলে সজিব গাজী (১৯) নামে এক ইজিবাইকচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার খড়িডাঙ্গা গ্রামের ছোকর খাল এলাকায় সড়কের পাশের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। সজিব গাজী বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বর মিন্টু মিয়া বলেন, সজীব একজন গরীব পরিবারের সন্তান। তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। প্রতিদিন তিনি রাত ১০-১১ টার দিকে বাড়ি ফিরে আসে। গত রাতে তিনি বাড়ি না ফেরায় বিভিন্নস্থানে খোঁজখবর নেওয়া হয়। সকালে খবর পাওয়া যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন: চাচাতো বোনের শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সজীব বাধা দিলে তাকে গলা কেটে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এখনো মামলা হয়নি। দুর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে।

মো. জামাল হোসেন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।