নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি, গ্রেফতার ১৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রাতভর অভিযান চালিয়ে বিএনপির ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মুন্সি, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য মো. হারুন, সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড যুবদলকর্মী কাউসার আহমেদ রানা, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা জাহিদ, সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রাকিব হাসান, আড়াইহাজার সাতগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া, আড়াইহাজার সাতগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহাদ খন্দকার, রূপগঞ্জের চনপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, ফতুল্লা বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন, সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লিটন ও ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হারুন।

আরও পড়ুন: বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, রাতভর নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি সহ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ ও ডিবি অভিযান চালিয়েছে। যাদের বাড়িতে পেয়েছে তাদের গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিএনপির কর্মসূচির সময়ে প্রত্যেকবার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি গ্রেফতার অভিযান চলে। এটা পুলিশের নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এভাবে অন্যায়ভাবে আটক-গ্রেফতার করা গণতন্ত্রের মধ্যে পড়ে না।

তবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জাগো নিউজকে বলেন, আমাদের বিশেষ কোনো অভিযান নেই। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মোবাইল টিম গিয়ে থাকে। সেই সঙ্গে তারা পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করবে। এটা বিশেষ কোনো অভিযান না। এটা আমাদের নিয়মিত কাজ।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশের আয়োজন করা হয়।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।