চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের হঠাৎপাড়ার মৃত লুৎফর বিশ্বাসের ছেলে।

চুয়াডাঙ্গা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর সকালে কার্পাসডাঙ্গা থেকে ঠাকুরপুর সীমান্ত এলাকার দিকে সাইকেলযোগে এক সোনা পাচারকারী যাচ্ছিলেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী সোনা ও সাইকেল ফেলে পালিয়ে যান। সাইকেল থেকে ৩ কেজি ৭৪০ গ্রাম সোনার বার পাওয়া যায়।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার কাজী আজাদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দর্শনা থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন একজনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন।

১০ সাক্ষীর মধ্য আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

হুসাইন মালিক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।