দিনাজপুরে পিকআপের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৮ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায় আব্দুল শাফি (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় জগেশ হাসদা (৫০) নামের আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের হরিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

আব্দুল শাফি উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজারের মো. ইউনুছ আলীর ছেলে। আহত জগেশ হাসদা পালশা ইউনিয়নের বেলওয়া বাগান বাড়ি এলাকার মারকুস হাসদার ছেলে।

আরও পড়ুন: রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কাঁচামাল ব্যবসায়ী নিহত

পুলিশ জানায়, সন্ধ্যায় সড়কের হরিপাড়া মোড়ে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলকে পিকআপ (ঢাকা-মেট্রো-ড-১৪ ৫১৫৮) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জমান আসাদ বলেন, পিকআপটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।