খাগড়াছড়িতে দুস্থদের পাশে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

 

খাগড়াছড়িতে ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মধ্যে মানবিক সহায়তা দিয়েছে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি সেনা জোন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা উপকারভোগীদের হাতে মানবিক সহায়তা তুলে দেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা, বিভিন্ন দুর্গা মণ্ডপে আর্থিক অনুদান, গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও দুস্থ ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেওয়া হয়।

jagonews24

আরও পড়ুন: মিলিটারি পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন সেনাপ্রধান

সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন সময় মানবিক সহায়তা দিয়ে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় সিন্ধুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ ও তৈকর্মা হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ফনেন্দ্র ত্রিপুরা ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি ও হেডম্যান-কার্বারীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।