মানবিক সহায়তা নিয়ে দরিদ্রদের পাশে দাঁড়ালেন বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় শতাধিক অসহায়, হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে পলাশপুর জোন সদরে খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এসব সহায়তা বিতরণ করেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে আত্মকর্মসংস্থানের জন্য তিন নারীকে সেলাই মেশিন, গৃহ নির্মাণের জন্য ২১ বান্ডিল ঢেউটিন, চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান, দুটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা ছাড়াও অসহায় বাবার মেয়ের বিয়ের উপহার সামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুন: তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পলাশপুর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ভবিষ্যতেও বিজিবির এমন মানবিক কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকবে।

এসময় পলাশপুর জোনের সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইনসহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।