বন বিভাগের অভিযানে মিললো বিপুল পরিমাণ অবৈধ কাঠ
বান্দরবানে বন বিভাগের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শহরের নিউগুলশান এলাকার স’মিল থেকে এসব অবৈধ কাঠ জব্দ করে বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠ ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী সরকারি রিজার্ভ বনের কাঠসহ বিভিন্ন প্রজাতির কাঠ অবৈধভাবে মজুদ এবং পাচার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল বৃহস্পতিবার সকালে শহরের নিউগুলশান এলাকার স’মিলে অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে কাগজের সঙ্গে কাঠের মিল না থাকায় সেগুন, গামারি, গোদা, গর্জনসহ বিভিন্ন প্রজাতির প্রায় চারশ ফুট অবৈধ কাঠ জব্দ করে।
রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শহরের গাছের ডিপোগুলোয় অভিযান চালানো হচ্ছে। প্রথমদিন প্রায় চারশ ফুট অবৈধ কাঠ জব্দ করেছি। অভিযান অব্যাহত থাকবে।
নয়ন চক্রবর্তী/এএইচ/জিকেএস