কালীগঞ্জে বিকাশের ১০ লাখ টাকা হ্যাক


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৭ মার্চ ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে বিকাশ অ্যাকান্টস হ্যাক করে ১৮ জন এজেন্টের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে স্থানীয় ব্যবসায়ীরা এ অভিযোগ করেন।

কালীগঞ্জ গ্রামীণ সুজের মালিক আসাদুল ইসলাম জানান, শহরের বিভিন্ন বিকাশ এজেন্টস ভিআইপি সুজ, ইলিয়াস রহমান, নলডাংগা ভুষন রোডের বিভিন্ন দোকান থেকে ঢাকার বিকাশ নম্বর থেকে ফোন করে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করার আশ্বাস প্রাদান করে হ্যাকার গ্রুপ এই টাকা হাতিয়ে নিয়েছে।

এ ব্যাপারে বিকাশ এজেন্টের কালীগঞ্জ শাখার দায়িত্বশীল কর্মকর্তা নুর আলম জাগো নিউজকে জানান, কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সময়ে এজেন্টদের সতর্ক করে দেয়া হয়। তারপরও তারা অধিক মুনাফার লোভে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।