কলাপাড়ায় বসতবাড়ি থেকে বিষধর রাসেলস ভাইপার উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়িতে ধরা পড়লো বিষধর রাসেলস ভাইপার সাপ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধুলাসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর ধুলাসার গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাপটি উদ্ধার করে সাপ এবং বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন অ্যানিমেল লাভার অব কলাপাড়া।

সংগঠনটি বলছে, এরআগে অসংখ্য বিষধর-নির্বিষ সাপ উদ্ধার করা হলেও কলাপাড়ায় বিষধর রাসেলস ভাইপার এই প্রথম। তাই এটিকে বরাবরের মতো অবমুক্ত না করে রিসার্চ সেন্টারে পাঠানো হবে।

অ্যানিমল লাভার অব কলাপাড়ার টিম লিডার রাকাইত বলেন, সাপটি বাড়ির সামনে জালে প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। বর্তমানে সাপটি সংগঠনের হেফাজতে থাকবে। পরে গবেষণার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনাম রিসার্চ সেন্টারে হস্তান্তর করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।