প্রতিবেশীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:০০ এএম, ২০ অক্টোবর ২০২৩
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিবেশী কলম আলী আসাদের (৪৫) বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

ঘটনাটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটেছে। এদিন রাতে গুরুদাসপুর থানায় বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর মা। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কিশোরীর মা জানান, বৃহস্পতিবার সকালে তার মেয়ে বাড়ির পাশের টিউবওয়েলের পানি আনতে যায়। এসময় মেয়েকে কলাবাগানে নিয়ে যান কলম আলী আসাদ। সেখানে ধর্ষণচেষ্টা চালান।

মো. জিল্লুর রহমান বলেন, ওই কিশোরীর মামার বাড়ির দক্ষিণ পাশে অভিযুক্ত কলম আলী আসাদের বড় কলাবাগান আছে। ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় কিশোরীর চিৎকার শুনতে পান তিনি। কলাবাগানের ভেতর গিয়ে দেখেন, বিবস্ত্র কিশোরীকে ধর্ষণের জন্য ধস্তাধস্তি করছেন কলম আলী আসাদ। এসময় তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কলম আলী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

রেজাউল করিম রেজা/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।