নওগাঁ

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২০ অক্টোবর ২০২৩

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি পালন করে স্থানীয়রা।

একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধনে সহ-সাংগঠনিক সম্পাদক মীর আব্দুল বারিক সাচ্চু ও আবু মুসা আল হোসাইন তারিক, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভিন, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সহ-সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, সদস্য সাইফুল আজম, ম আ ব সিদ্দিকী বাদাম ও গুরুদাস চন্দ্র বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী বলেন, সন্ত্রাস দমন নয়, নিজেদের স্বার্থে পৃথিবীতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে চায়। গাজায় কোনো প্রকার সংহতি মুসলিম জাতী কখনো মেনে নিবে না। ফিলিস্তিনের প্রতিটি প্রাণ আমাদের ভাই, প্রতিটি নারী আমাদের মা, আমাদের বোন। আল আকসার পবিত্র ভূমি আমাদের কাছে মাতৃভূমি তুল্য।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।