মুদিদোকানে বিক্রি হচ্ছিল টিসিবির তেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২০ অক্টোবর ২০২৩

পটুয়াখালীর রাঙ্গাবালীতে টিসিবির সরবরাহ করা তেল কালোবাজার থেকে কিনে মুদিদোকানে খুচরা বিক্রির দায়ে রুস্তম আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের চৌরাস্তায় অবস্থিত রুস্তম আলীর মুদিদোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় তার গুদাম থেকে টিসিবির দুই লিটারের সয়াবিন তেলের ২৪টি বোতল উদ্ধার করা হয়। দোকানের মালিক রুস্তম কালোবাজর থেকে টিসিবির ১০০ লিটার তেল কিনেছেন বলে স্বীকার করেন। ওই তেল তিনি দোকানে খুচরা বিক্রি করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মুদিদোকানের মালিক রুস্তমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে উদ্ধার হওয়া তেল দুটি এতিমখানাসহ দুস্থ লোকজনের মধ্যে বিতরণ করা হয়।

 

আব্দুস সালাম আরিফ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।