পঞ্চগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সর্দারপাড়া ও খাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- মায়ান (৩) ও সিফাত (৪)। মায়ান উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মানিক হোসেনের ছেলে। সিফাত উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।
মায়ান বাড়ির পাশের খালে ও সিফাত পুকুরে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু মুসা বলেন, পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
সফিকুল আলম/আরএইচ/জিকেএস