মাদক সেবনের আসরে ছাত্রলীগ নেতা, ছবি ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২০ অক্টোবর ২০২৩

নাটোরের লালপুরে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতার মাদকের আসরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) মাদক সেবনের চারটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কতদিন আগের তা জানা যায়নি।

ছবিতে দেখা যায়, একটি আবদ্ধ ঘরে বসে গাঁজা ও মদ সেবনের জন্য প্রস্তুত করছেন মাদকসেবীরা। সেখানে খালি গায়ে বসে আছেন ছাত্রলীগ নেতা জিসানুর রহমান। তার পাশের প্লেটে চানাচুর রাখা।

jagonews24

জিসানুর রহমান আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার সালামপুর গ্রামের জিল্লুর রহমান ছেলে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জিসানুর রহমান। তিনি বলেন, ‘আমি রাজনীতি করার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। সেখানেও গিয়েছিলাম। তবে আমি কোনো মাদক সেবন করিনি। এমনকি আমি সিগারেটেও খাই না। আমার ডোপ ডেস্ট করলে তার প্রমাণ পাওয়া যাবে।’

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বলেন, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।