নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:০০ এএম, ২১ অক্টোবর ২০২৩

নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। উদ্ধার ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডিবি পুলিশের একটি টিম নাটোর শহরের মাদরাসা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে তারেক হোসেন (২০) এবং ঢাকঢোল ডাঙ্গাপাড়ার জহিরুল ইসলামের ছেলে রবিউল আওয়াল (৩২)।

ডিবি পুলিশের এস আই রফিকুল ইসলাম জানান, গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ নাটোর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রেজাউল করিম রেজা/ইএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।