প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়: পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২১ অক্টোবর ২০২৩

পরিবারে প্রতিবন্ধী শিশু জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। বাড়িতে আত্মীয়-স্বজন এলে তাদের অন্য ঘরে লুকিয়ে রাখা হতো। কিন্তু প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার ফলে তাদের সম্মান বেড়েছে। এখন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তিনি প্রতিবন্ধীদের জন্য প্রতিরক্ষা সুরক্ষা আইন, বাসে চলাচলের জন্য রিজার্ভ সিট, মাসিক ভাতা ও বিশেষ শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছেন।

শনিবার(২১ অক্টোবর) বেলা ১১টার দিকে সিংড়া কোর্ট মাঠে ভাতাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি সারা বাংলাদেশে অটিজম ব্যক্তিদের সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আজ দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা ভাতা পাচ্ছেন।

আরও পড়ুন: ইন্টারনেটে কেউ না কেউ আপনাকে নজরদারিতে রেখেছে: পলক

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা পূরণে প্রধানমন্ত্রী কাজ করেছেন। খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধুর হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন। তাকে জিয়াউর রহমান দেশে আসতে দেননি। প্রধানমন্ত্রী ১৯৮১-৯৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে বেরিয়েছেন। কোথায় কি আছে, কোথায় কি দরকার তিনি দেখেছেন। মানুষের সমস্যাগুলো তুলে ধরেছেন। কোথায় রাস্তা ঘাট, ব্রিজ দরকার তা দেখেছেন। আজ সেই সুবিধা আমরা পাচ্ছি।

তাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক রুহুল আমিনসহ নেতারা।

রেজাউল করিম রেজা/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।