আগামীতে মাথাপিছু আয় হবে ১৫ লাখ টাকা: ফরহাদ হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২১ অক্টোবর ২০২৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামীতে মাথাপিছু আয় হবে ১৫ লাখ টাকা। সেইভাবে আমরা কাজ করছি। আর্থিকভাবে অনগ্রসর মানুষের আয় বৃদ্ধির জন্য সরকার নানাবিধ আয়বর্ধনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: সংকটে অন্ধকার দেখছেন প্রবাসীরা

শনিবার (২১ অক্টোবর) দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের আয়োজনে এসডিজি অর্জনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।